ওমর ফারুক :
বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আলীর বিরুদ্ধে একটি মহলের মানববন্ধন ও বিভিন্ন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সমাজ সেবক মোহাম্মদ আলী, তিনি লিখত এক প্রতিবাদ লিপিতে বলেন,আমার ব্রীকফিল্ড ও ব্যাবসা প্রতিষ্ঠানে একটি মহল চাঁদা দাবি করে আসছে এবং ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দেয়,আমি তার প্রতিবাদ করলে তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে, আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য মানববন্ধন ও বিভিন্ন অপপ্রচার চালায়,যার সাথে আমার দুরতম কোন সম্পর্ক নাই,”জয় টিভির” অনুসন্ধানে জানা যায় , মানবসেবা,সামাজিকতা, ধর্মীয় মূল্যবোধ লালন, শিক্ষা বিস্তার, সামাজিক ব্যাবসা সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিবিড় বাবে জড়িয়ে আছেন মোহাম্মদ আলী, যিনি নিজের গুনেই বলিয়ান,কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাকই দঃ ইউনিয়নের আষাঢ়া গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলী, বাকই ইউনিয়ন হেফাজতে ইসলামের আমির ও গাজীপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোখলেছুর রহমান বলেন,
জামায়াতে ইসলামীর আমির হাফেজ অহিদুল ইসলাম বলেন, মোহাম্মদ আলী কোন রাজনৈতিক নেতা নয় আমরা তাকে একজন সামাজিক ব্যাক্তিত্ব হিসাবে ছিনি,এবং নাম প্রকাশ না করা সত্তে একাদিক বিএনপি নেতা কর্মীরা বলেন,মোহাম্মদ আলী’র সাথে সকল দলের ও মতের মানুষের সাথে সু-সম্পর্ক রয়েছে,তিনি এলাকায় গরিব অসহায় মানুষের মাঝে দলমতের উর্ধ্বে ওঠে দান করেন, এবং সামাজ উন্নয়নে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, এ্যাকটিভ ম্যানপাওয়ার সার্ভিসেস, আল মদিনা ব্রীক ফিল্ড,স্কুল, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ একজন উদ্দোক্তা হিসাবে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন, মোহাম্মদ আলী বলেন আমার ধারাবাহিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল অপ্রচারে লিপ্ত,গত কিছুদিন ধরে একটিমহল রাজনৈতিবাবে আমার চরিত্র হননের অপচেষ্টা করছে,আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো,খোঁজ নিয়ে যানা যায় একটিমহল তাকে ব্যাবসায়ীক বাবে হয়রানি করা জন্য চক্রান্ত করছে,ভাউকসার ইউনিয়ন বিএনপি সভাপতি আবু মিয়া আমাদেরকে জানান মোহাম্মদ আলী একজন সফল উদ্দোক্তা তিনি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নয়,এবং উনার একক ডোনেশনে রহিম উদ্দিন মিয়াজি ফাউন্ডেশনের মাধ্যমে এলাকায় সামাজিক কাজ করে যাচ্ছেন, নাম প্রকাশ না করার শর্তে বাকই দঃ ইউনিয়নের একাধিক ব্যাবসা