রিয়াজ উদ্দিন রানা: কুমিল্লার বরুড়ায় রেড উইং কনভেনশন হলে শনিবার বিকাল পাঁচটায় স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন রক্তঋণ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি গাজী কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং। রক্তঋণ এর সাধারণ সম্পাদক জাহিদ হাসান শোভনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ওসমান গণি, বরুড়া প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা কাজী মমিন উল্লাহ, মোঃ ইকরামুল হক, প্রবাসী ফোরামের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।