সৌদি আরব প্রতিনিধি: জাতীয় দৈনিক ভোরের ডাক ও নিউজ অল বাংলাদেশ ২৪.কম এর সৌদি আরব প্রাদেশীক রিয়াদ এর প্রতিনিধিত্বে পেয়েছেন রোটা: ওমর ফারুক। তিনি বরুড়া উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা হিসাবে সকলের কাছে পরিচিত। তাই তিনি তার কর্মদক্ষতার কৃতিত্বে বরুড়াবাসীকে ধন্যবাদ জানিয়ে বরুড়া উপজেলা সর্ব সাধারনের কাছে দোয়া চেয়েছেন।
রোটারিয়ান ওমর ফারুক, শৈশব কাল থেকেই মানুষের উপকার করার জন্য সব সময় এগিয়ে থাকতে গিয়ে, পছন্দের পেশা সাংবাদিকতায় কলম সৈনিক হিসাবে নাম লেখান ২০১৫ সালে, কুমিল্লার আঞ্চলিক একটি সাপ্তাহিক পত্রিকা ভোরের সূর্যদয় এর মাধ্যেমে নিজেকে আত্মপ্রকাশ করান, এর পরে তার লেখনী ও সাহসী ভূমিকায় পালনের মাধ্যেমে দেশের প্রথম শ্রেনীর একটি সু-পরিচিত জাতীয় দৈনিক ডেসটেনি পত্রিকায় ২ বছর কাজ করেন।
রোটারিয়ান ওমর ফারুক সেখানেই থেমে থাকেনি তার লক্ষ্যে তিনি পৌছাবেন বলে উপজেলার আঞ্চলিক পত্রিকা দৈনিক বরুড়ার কন্ঠ পত্রিকায় কাজ করার সুযোগ পেলে তিনি সেখানেও তার লেখনীর মাধ্যেমে তার নিজ এলাকায় অনেকের নজরে সুপরিচিত লাভ করেন।
পরে ২০১৮ সালে, ঢাকার একটি সু-পরিচিত জাতীয় পত্রিকা দৈনিক ভোরের ডাক পত্রিকায় আবেদন করে কাজ করার সুযোগ পেয়ে সেখানে তার পারফরমেন্সে বসে থাকেনি সেখানে তিনি সংবাদের বাজিমাত, একের পর এক তথ্য ভিত্তিক সংবাদ তৈরী করে তার সঠিক লক্ষ্যে পৌছানোর জন্য সংগ্রাম চালিয়ে গেলেন।
তাছাড়া তিনিঢাকার একটি অনলাইন আইপি টিভি পল্লী টিভিতে একাদিক রিপোর্ট করে সেখানেও তিনি ভালো প্রতিভাবান খ্যাতি লাভ করেছিলেন।
তিনি ২০১৯-২০ করোনা ভাইরাস চলাকালীন সারা বাংলাদেশে যখন পত্রিকা আদান প্রদান বন্ধ হয়ে যায়, তখন সবার মাঝে সংবাদ পৌছানের দাবী জানিয়ে তৈরী করেন, অনলাইনে ইউটিউবে কুমিল্লা স্টার টিভি নামক এক চ্যানেল সেখানেও তিনি সব ধরনের সংবাদ মাধ্যেম তৈরী করে সবাইকে দেখানো সুযোগ করে নিজের জীবন বাজী রেখে সংবাদ তৈরী করতে ছুটে চলে ছিলেন সবার কাছেই।
অনেক পরিশ্রমের ফসল হিসাবে তার কৃতিত্বকে প্রাধান্য দিয়ে দৈনিক ভোরের ডাক সম্পাদক ও প্রকাশক বেলায়েত হোসেন তার হাতে প্রবাসী প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এছাড়াও তিনি বরুড়া উপজেলায় একাধিক সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন, যেমন বরুড়া উপজেলা মাদক প্রতিরোধ কমটির সভাপতি, ভলান্টিয়ার্স এসোসিয়েশন অব বরুড়ার ভারপ্রাপ্ত সভাপতি- আমরা বরুড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক সংগঠন রোটারী ক্লাব অব বরুড়া সেন্ট্রাল এর ২০২২-২৩ এর সেক্রেটারীসহ ছিলেন।
তিনি অত্যান্ত নমুনীয় সু-কৌশলে সামাজিক সুবিদাবঞ্চিত সাধারণ মানুষকে সেবা দিতে পিছিয়ে থাকতেন না।
অত্যান্ত মেধালক্ষ নিয়ে মন্তব্য সঠিক রেখে গন্তব্য পৌছাতে তিনি এক পা পিছু হটেন নাই। জাতীয় দৈনিক ভোরের ডাক পত্রিকা এবং অন্যান্ন পত্রিকায়সহ ৪০০+ সংবাদ করেছেন বলে জানা যায়। এবং তার লক্ষ্য উদ্যোসে তিনি থামেন নাই তার শততা ও লক্ষ্যমাত্রার দায়িত্ব নিয়ে তিনি পেয়েছেন আন্তর্জাতিক দায়িত্ব সৌদী আরব প্রাদেশীক রিয়াদ অঞ্চলের (প্রবাসী) দৈনিক ভোরের ডাক এর প্রতিনিধিত্ব তার এই সফলতায় দেশবাসী ও উপজেলাবাসীকে এই সফলতা উৎস্বর্গ করে দোয়া চেয়েছেন।