বরুড়ায় পৌরসভার সাহারপদুয়া শুক্রবার দুপুর দুইটায় সাহারপদুয়া পূর্ব পাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ কামাল হোসেন খন্দকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজামারা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মফিজুল ইসলাম হোসাইনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসুলবাগ জামে মসজিদ ঢাকা-র খতিব হযরত মাওলানা মোঃ দেলোয়ার হোসেন নঈমী।
সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর–জনাব মোঃ আবু তাহের। উক্ত অনুষ্ঠান পরিচালনায় গামারুয়া সৈয়দ বাড়ি জামে মসজিদের খতিব ও গামারুয়া ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নূরে মদীনা ক্যাডেট মাদ্রার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ রায়হান জালালি আশিকি -লাকসাম। এসময় আরও উপস্থিত ছিলেন উক্ত মসজিদের খতিব ও গামারুয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সমাজ সেবক ও ৫-নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফজলুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও ৫-নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ খোকন ইসলাম, যুবদল নেতা মোঃ মনির হোসেন খন্দকার সহ এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।