বিল্লাল হোসেন, বরুড়া:
বরুড়ায় গতকাল বুধবার সকাল দশটায় গালিমপুর ইউনিয়নের চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্য রাখেন গালিমপুর ইউনিয়নের যুবদলের সভাপতি তোফাজ্জল হোসেন মানিক, সহ-সভাপতি আবুল কালাম (আবুল), সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ সহিদুল আলম, শিক্ষক সফিউল আলম, জাহাঙ্গীর হোসেন, সহিদুল ইসলাম, বেলায়েত হোসেন, মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র সালমান ফারসী, দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ কামাল হোসেন, মোঃ ইমন হোসেন, মোঃ মেহেদী হাসান, মোসাঃ রোহানী আক্তার, মোসাঃ জান্নাত আক্তার প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী আব্দুর রব। উপস্থাপনা করেন মাদ্রাসার বাংলা প্রভাষক মোঃ আব্দুর রহিম। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা সফিকুর রহমান। গালিমপুর ইউনিয়নের যুবদলের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীদেরকে ফাইল বিতরণ করেন।