ওমর ফারুক, লাকসাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত জনসভা বৃহস্পতিবার বিকালে মনোহরগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজন করা হয়। মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতানা খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব সরওয়ার জাহান ভুঁইয়া দোলনের সঞ্চালনায় জনসভায় উপস্থিতি ছিলেন,জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব, ইউসুফ মোল্লা টিপুসহ লাকসাম মনোহরগঞ্জ দুই উপজেলার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।