নিজস্ব প্রতিবেদকঃ
বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির আয়োজনে ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফলজ বৃক্ষ রোপন ও বিতরণ করা হয়েছে। ২৬শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর দুইটায় ডিমডুল আদর্শ উচ্চ বিদ্যালয়ে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি ও বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক ও মানবসেবা সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, সংগঠনের সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, গাজী ওয়াহেদ আলী মেম্বার, বিশিষ্ট রাজনৈতিক নেতা মোঃ মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাষ্টার রবিউল ইসলাম।