কুমিল্লার বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এর নতুন কমিটি গঠন করা হয়। রবিবার (২৯শে ডিসেম্বর) সকাল ৯ টায় বরুড়া বাজারের জার্মান হোটেলে এ কমিটি ঘোষণা করা হয়। মোঃ মাসুদ হাসানের কোরআন তিলাওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
রণজিৎ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাসুদ হাসান।এসময় বরুড়া উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মো: আব্দুস সালাম খোকন কে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়। রণজিৎ দাসকে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হক রুবেলকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। স্বল্প সময়ের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।