ওমর ফারুক :
রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৪ তম বিজয় দিবস আজ। কুমিল্লা- ৯ লাকসাম- মনোহরগন্জ আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রাত্যাশি, কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর পর বিজয় র্যালী করেছে লাকসাম উপজেলা বিএনপি ও অংঙ্গসংগঠন, বিজয় দিবস উপলক্ষে লাকসাম উপজেলা বিএনপির ও অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, বিজয় র্যালীটি লাকসাম উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে,লাকসাম বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করে, এই সময় উপস্থিত লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. নূরু উল্লাহ রায়হান, লাকসাম বণিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মজির আহমেদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু,সদস্য সচিব বেলালুর রহমান মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু, যুগ্ম আহ্বায়ক শাহ আলম, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক সদস্য সচিব আনিছুর রহমান দুলাল, সাবেক পৌরসভার যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মানিক , পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবুল হক মনু, সদস্য সচিব আফজাল হোসেন, সহ বিএনপি ও অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।