• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

পিতার স্মরণে একটি অসাধারণ কবিতা

Riaz Uddin Rana / ১৪১ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
ছবি-সংগৃহিত

বাবা
মোঃ ইলিয়াছ আহমদ
ব্রিটিশ আমলে ক্বারী সাহেব
ছিলো আমার বাবা
নাম তাঁর আবদুল গফুর
আট সন্তানের বাবা।
কুমিল্লা জেলা বরুড়া থানা
বরুড়া গ্রামে জন্মগ্রহণ
ধর্মীয় চলাচল ছিলো তাঁর
সাধাসিধা জীবনযাপন।
তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান
বরুড়া সুন্নিয়া কামিল মাদরাসা
সুন্নীয়তের আলোর বর্তিকা
অভিভাবকরা পুড়ায় মনের আশা।
আমি তার ছোট ছেলে
পারি নাই দিতে কিছু ইহকালে
রোজগারের আগে বাবা মারা যায়
আল্লাহ বাবাকে রাখিও সুখে পরকালে।
বাবা-র কথা মনে পড়ে
খাবার দিতো আমার পাতে
বাবা আমায় সব সময় বলতো
ইবাদত করিও বাবা গভীর রাতে।
কেউ আমায় ডাকে না আর
কেউ করে না শাসন আমার
বাবা আমার কঠোর ছিলো
নামাজের কথা বলতো বারে বার।
দোয়া করি আল্লাহর কাছে
বাবা যেনো কবরে সুখে থাকে
বার-বার বলছে হৃদয় আমায়
বাবা আমার আবার ডাকে।
উনিশো আটান্নব্বই সতেরো অক্টোবর
বাবা আমার দুনিয়া ত্যাগ করে
মৃত্যু দিবসে বাবা-র কথা
অধিক মনে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর