শহিদ মিয়া নামের ৬০-৬৫ বছরের একজন বোবা (কথা বলতে পারে না) বৃদ্ধ হারিয়ে গেছে। গত ১৭ই সেপ্টেম্বর সকাল ১০টায় কচুয়া উপজেলার রহিমানগর গ্রামের নিজ বাড়ি থেকে বরুড়া উপজেলার ঝাপুয়া গ্রামে ছেলের শ^শুর বাড়িতে যাওয়ার পথে কোথাও যেন হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করে তাহাকে পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ লোকটির পরনে ছিল সাদা পাঞ্জাবি, লুঙ্গি, মাথায় সাদা টুপি ও দাঁড়ি আছে।। গায়ের রং কালো। তিনি জন্মগত ভাবে বোবা (কথা বলতে পারে না)। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি বৃদ্ধ বোবা (কথা বলতে পারে না) লোকটির সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
০১৬০৫-৭১৪৯৮৯, ০১৯২৩-৭৪৭৫৯০, ০১৬১০-৯৩৫৮১৯।