রিয়াজ উদ্দিন রানাঃ ১৯৯৫ সালের ১লা আগষ্ট প্রতিষ্ঠিত বরুড়ার রেকর্ড প্রায় ষাট কোটি টাকার বাজেট ঘোষণা করলো বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন। ৩০শে জুন দুপুর বারোটায় কুমিল্লার বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেনের স্বাক্ষরিত ২০২৩/২৪ অর্থ-বছরের সংশোধিত বাজেট ৩৬,২৩৫৭৭৫৪ টাকা এবং ২০২৪/২৫ অর্থ বছরের প্রস্তাবিত ৫৯,৭৫২৫১৭৮ টাকার বাজেট পেশ করেন বরুড়া পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান । ২০২৪-২৫ অর্থ বছরে নতুন কোন অতিরিক্ত কর আরোপ না করে পৌরসভা ১ম শ্রেণীতে উত্তির্ন হওয়ার পরমন্ত্রনালয় কতৃক নির্ধারিত আকার ঠিক রেখেই এই বাজেট ঘোষণা করা হয়েছে।
এদিন পৌর মেয়র মোঃ বকতার হোসেনের সভাপতিত্বে ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মহশিনূর রহমান খানের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক সাবেক ভিপি সেলিম জাহাঙ্গীর, বরুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ কে এম আমিরুল ইসলাম, পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম, আট নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল হোসেন, চার নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মাহফুজুর রহমান, সাংবাদিক মোঃ আবুল হাসেম ,বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনে বরুড়া প্রতিনিধি মোঃ ইকরামুল হক, সাংবাদিক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক সলিল রঞ্জন বিশ্বাস ,বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম ,বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আক্তার হোসেন ,বস্ত্র ব্যবসায়ী আবু তাহের, হার্ডওয়্যার ব্যবসায়ী আবুল হাসেম সহ প্রমুখ