জাহাঙ্গীর আলমঃ
রমজানের শেষ শুক্রবার আজ। মুসলিম উম্মাহর কাছে দিনটি জুমাতুল বিদা নামেও পরিচিত। এটি রমজান মাসকে এক বছরের জন্য বিদায়ের ইঙ্গিত দেয়।আজ রমজানের শেষ জুমা উপলক্ষে বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদে হাজার হাজার মুসল্লীদের ঢল নামে।ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এমনিতেই সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা বেশি।আর রমজান মাসের শুক্রবার গুলোর মর্যাদা আরও বেশি ও অধিকতর। রমজানকে বিদায়ের ইঙ্গিত দেওয়া শেষ জুমার দিনটি সকল মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন।
এ দিন মসজিদে মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যাসহ বিশেষ দোয়া হয়ে থাকে। মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।প্রতিবারের মতো এবারও সারা দেশে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। জুমা শেষে বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রামগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোসতাক আহমেদ ত্বৈয়বী উপস্থিত মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় দেশজাতি ও মুসলিম উম্মার কাছে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন বরুড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হেলাল সহ মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দ ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীগন।