• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

মনোহরগন্জে ক্যানসারে আক্রান্ত শাহ আলমের পরিবারের আত্ম চিৎকার

Riaz Uddin Rana / ১৫১ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ওমর ফারুক :

একটি স্বপ্নের পরিসমাপ্তির পথে একটি পরিবার,মা, স্ত্রী সন্তান নিয়ে হাসিখুশি সংসার করার ইচ্ছে কার না আছে? সেই স্বপ্নবাজ তরুণদের একজন কুমিল্লা জেলার মনোহরগন্জের ঝলম দ:ইউনিয়নের আনছর আলী হাজী বাড়ীর মৃত আবদুল মান্নানের ছেলে শাহ আলম (সপু’র)কিন্তু নিমিষেই শেষ হলো সেই স্বপ্ন। পাইপ ফিল্টারের কাজ করা শাহ আলম মা,স্ত্রী, দুই মেয়ে এক ছেলে সন্তান নিয়ে মোটামুটি দুঃখে কষ্টে চলছিল তার জীবন। তরী,ছোট্ট একটি কুড়ে ঘরে দুই ভাইয়ের ভাগাভাগি করে দুইটি সংসার চলছিলো কোনো রকমে। কিন্তু হঠাৎ করে সেই সুখ টুকুও হতভাগ্য শাহ আলমের কোপালে সইলো না। কিছু দিন আগে শাহ আলমের ব্রইন ক্যানসার ধরা পড়ে। শাহ আলমের পরিবারে নেমে আসে কালো অমাবস্যা, হাসিখুশি শাহ আলম ও তার পরিবার হাসি চির দিনের জন্য বন্ধ হয়ে যায়। ধার দেনা করে চিকিৎসা চালিয়ে যাওয়ার গরিব অসহায় এই পরিবারের সব কিছু শেষ। এখন দুই ভাইয়ে ভাগাভাগি করে থাকা কুঁড়ে ঘরখানা বিক্রি করলেও হবে না তার চিকিৎসা। তার বড় মেয়ে ৪র্থ শ্রেণিতে পড়ে ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণিতে ও ৪ বছর বয়সী ছোট অবুঝ ছেলে কথা না বলা নিথর পড়ে থাকা বাবার দেহের উপর পড়ে থাকে। শাহ আলমের স্ত্রী জানান আমাদের জীবন এখন জীবিত থেকেও মৃত, সংসারে চোখের পানি ছাড়া আর কোন সম্বল নাই,মেয়ে ছেলেদের মুখে খাবার দিবো, না কি স্বামীর চিকিৎসা চালাবো কোন দিশাই পাচ্ছি না। এলাকার মানুষের কিছু সাহায্যে এখনো কোন মতে বেঁচে আছি। সংসারে একমাত্র উপার্জন করা ব্যাক্তিটি আজ মৃত্যুর মূখে। ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিকিৎসা খরচের জন্য সরকার ও সমাজের বৃত্তবানদের নিকট আকুল আবেদন করছি, আমার স্বামীর চিকিৎসার জন্য আমাকে সহযোগিতা করুন। মানুষ মানুষের জন্য এই বাক্য যেন এখন নিরবেই কাঁদছে। সকলের একটু সহযোগিতা পেলে হয়তো বেঁচে যেতে পারে শাহ আলমের প্রাণ,আশার আলো দেখতে পাবে পরিবারটি। প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন শাহ আলম সপ`র চিকিৎসার জন্য। সপু’র অবুঝ সন্তানেরা শুনতে পারবে বাবার কথা, ডাকতে পারবে বাবা বলে। সমাজের বৃত্তবান ও সরকার এগিয়ে আসলে পরিবারটির স্বপ্ন হয়তো ঘুরে দাঁড়াতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর