নিজস্ব প্রতিনিদি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. শাহীনুর বেগমকে দুই বছরের জন্য শেখ হাসিনা ছাত্রী হলের প্রাধ্যক্ষ ( প্রভোস্ট) পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। যোগদানের তারিখ থেকে তাঁর মেয়াদ শুরু হবে। এ বিষয়ে শাহীনুর জানান, এখনও অফিস আদেশ হাতে পাননি, দেখেননি।
উল্লেখ্য, শেখ হাসিনা হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পঞ্চম হল। গত বছর ওই হলের উদ্বোধন হয়। ওই হলেন প্রথম প্রভোস্ট ছিলেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাহেদুর রহমান। আগের উপাচার্যের অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলার অভিযোগ এনে তিনি পদত্যাগ করেন। এরপর দীর্ঘদিন ধরে প্রাধ্যক্ষ পদটি শূন্য ছিল। এদিকে শিক্ষার্থীদের দাবি ছিল, শেখ হাসিনা ছাত্রী হলে নারী প্রাধ্যক্ষ দেওয়ার। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার ২৬ দিনের মধ্যে ওই দাবিও পূরণ হল।