রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটায় কুমিল্লা জোনের বরুড়া এরিয়ায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বরুড়া শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বরুড়া শাখার অধীনে বিভিন্ন অঞ্চলের মানুষ এই ত্রাণ সহায়তা পায়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ নূরে আলম, বরুড়া শাখার শাখা ব্যবস্থাপক অমর কুমার মন্ডল, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন। কুমিল্লার এরিয়া ম্যানেজার মোঃ নূরে আলম বলেন, রিক একটি মানবিক সংস্থা। রিক মানব সেবায় সবসময় মানুষের পাশে থাকে। মানবতার সেবায় সবসময় সক্রিয় রিক বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। রিক কেন্দ্রীয় শাখার উদ্যোগে বন্যায় পানিবন্দি দুর্গম গ্রামগুলোতে শুকনো খাবার, চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ, খাবার সরবরাহ করার পর কুমিল্লা এরিয়ার বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ কেজি লবণ, ১০০ গ্রাম মরিচ ও ১০০ গ্রাম হলুদ, ১টি সাবান, ১টি গ্যাস লাইট, ৬ প্যাকেট ওআরএস, ১ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন, এমডিস ও নাপা ট্যাবলেট এবং ফিটকিরি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ নিতে আসা সকলেই রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর মঙ্গল কামনা করেছেন। বরুড়ায় প্রায় ৫০০ টি পরিবারকে রিক ত্রাণ সহায়তা দিয়েছেন।