• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

শিল্পীদের যে কারণে ১০ লাখ টাকা উপহার দিলেন ডিপজল

Riaz Uddin Rana / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

যেকোনো বিপদে বরাবরই শিল্পীদের পাশে দাঁড়াতে দেখা যায় ‘দানবীর’ খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে শিল্পী ও কলাকুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় তিনটি গরু কোরবানি দেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

Google News গুগল নিউজে ভোরের কাগজের খবর পড়তে ফলো করুন

তবে শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। কারণ, কোরবানির দুই দিন আগে ডিপজলের বড় ভাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন ওরফে বাদশা না ফেরার দেশে চলে যান। ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েন এই অভিনেতা। সবকিছু এলেমেলো হয়ে যায়।

কোরবানি চলে গেছে ঠিকই কিন্তু শিল্পীদের নিরাশ করেনি মনোয়ার হোসেন ডিপজল। সহকর্মীদের নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার দিয়েছেন তিনি। বুধবার (১৯ জুন) ডিপজলের বড় ভাই বাদশার মিলাদ অনুষ্ঠিত হয় এফডিসির মসজিদে। এদিন উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন তিনি।

এ প্রসঙ্গে ডিপজল বলেন, সবাই জানেন আমার বড় ভাই মারা গেছেন। যার জন্য গরু কিনতে পারিনি। গরু কেনার ১০ লাখ টাকা শিল্পী সমিতির ফান্ডে দিয়েছি। কার্যনির্বাহী কমিটি এই টাকা সবার মধ্যে বিলিয়ে দিবে। উপস্থিত যারা ছিলেন আমি নিজ হাতে তাদের এ উপহার দিয়েছি। উপহার পেয়ে তারা খুশি।

তিনি আরো বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি- শিল্পী সমিতিতে আমি নিতে আসিনি দিতে এসেছি। চলচ্চিত্রের কিভাবে ভালো হয় তা নিয়েই কাজ করব। আমি চলচ্চিত্র ও শিল্পীদের মঙ্গল চাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।

জানা গেছে, উপস্থিত ৩৫০ জন শিল্পীকে এ উপহার তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পী সমিতির সদস্য, এফডিসির নিরাপত্তা কর্মী এবং এফডিসির কর্মচারীদের মধ্যে সাড়ে ৬ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যারা ঈদ করতে গ্রামে গিয়েছেন তাদের বিকাশের মাধ্যমে এ উপহার পাঠানো হবে।

প্রসঙ্গত, এসময় শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। ডিপজলের উপহার পেয়ে খুশি হয়েছেন এফডিসির শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর