মোঃ ইকরামুল হকঃ বরুড়ায় আজ জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। দুপুর ১টায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন ঘোষণা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ন্যু এমং মারমা মং, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে , উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াছিন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল মেডিকেল অফিসার, বরুড়ায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ।
৯ মে থেকে ১৫ মে পর্যন্ত পুষ্টি সপ্তাহের কার্যক্রম চলমান থাকবে। এসময় মা ও শিশু খাদ্য পুষ্টি, প্রবীণ পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ বিষয়ে উদ্বুদ্ধকরণ সেশন পরিচালনা করেন ডাঃ নূরেন তাসকিন তুলী।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ কামরুল হাসান সোহেল উপস্থিত সকলকে স্বাস্থ্য সুরক্ষায় পুষ্টি ঘাটতি পূরণে আন্তরিক ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।