ওমর ফারুক :
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার প্রতীক পাওয়ার পর থেকেই মাঠে নেমে পড়েন তারা।
আজ বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ নির্বাচনী “আনারস প্রতীক” এর প্রচারণা চালাচ্ছেন।
তিনি উপজেলার নাথেরপেটুয়া থেকে তাঁর প্রচারকার্য শুরু করেন। পরে উপজেলার খিলাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। তাঁর নির্বাচনী প্রচারণায় ব্যাপক সাড়া দিতে দেখা যায় ভোটারদের। ভোটাররা জানায়, জাকির হোসেন একজন ভালো মানুষ, তিনি পরোপকারী, গরীব-অসহায় মানুষের বন্ধু। আমরা তাঁকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আলহাজ্ব মোঃ জাকির হোসেন বলেন, জনসেবাই আমার ব্রত। আমি বিগত দিনের ন্যায় আমরণ জনগণের সেবা করে যেতে চাই।
তিনি আরো বলেন, আধুনিক লাকসাম-মনোহরগঞ্জ রূপকার মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয় “নিরপেক্ষ নির্বাচন” নিশ্চিকরণের প্রতিশ্রæতি দিয়েছেন এবং আমরা যদি মাননীয় মন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়ন করিতে পারি, তাহলে ৮ মে নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।