রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৩, ভাইস চেয়ারম্যান ৩, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রটর্িানংি র্কমর্কতা পঙ্কজ বড়ুয়া। চেয়ারম্যান পদে মামলা সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ও সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ সোহেল সামাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়। হামিদ লতিফ ভুঁইয়া (কামাল) এর আয়করের সনদ না থাকায় স্থগিত করা হয়। বিকেল চারটার মধ্যে সনদ জমা দেওয়ার পর তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। মোঃ বাহাদুরুজ্জামান বাহাদুর ও মোহাম্মদ নাছির উদ্দীন লিংকনের মনোনয়ন বৈধ করেন।
ভাইস চেয়ারম্যান পদে মোঃ ফরহাদ হোসেনের মামলা সংক্রান্ত জটিলতায় মনোনয়ন পত্র বাতিল করা হয়। এডভোকেট আবদুর রহিম, মোঃ কামাল হোসেন ভুঁইয়া ও মোঃ কবির আহম্মেদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন নাহার শিখা ও দেলোয়ারা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মিনোয়ারা বেগম ও মর্জিনা বেগমের কাগজপত্রের ত্রুটি থাকায় বিকাল চারটার মধ্যে জমা দিলে তাদের মনোনয়ন বৈধ হয়। প্রসঙ্গত, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী ২১ মে বরুড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।