মোঃ ইকরামুল হকঃ
কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের আদ্রা ইউনিয়ন শাখার সাবেক সদস্য জে এস ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহাগ হোসেন পাটোয়ারী অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।
৯ এপ্রিল (মঙ্গলবার) সারাদিন উপজেলার আদ্রা ইউনিয়নের একবাড়িয়া, কাঁকৈড়তলা, সোনাইমুড়ী, মন্দুক,নাগিরপাড় এলাকায় নিজ বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় হাজার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ইফতার, দুই হাজার লুঙ্গি, এক হাজার শাড়ি ও নগদ প্রায় দশ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
এ সময় জে এস ভিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সোহাগ হোসেন পাটোয়ারী বলেন আমি খুব ছোট মানুষ। ২০২১ সাল থেকেই আমি অন্যান্য সময়ের পাশাপাশি ঈদের সময়ে আমার এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকায় এবারও কিছু উপহার সামগ্রী দেয়ার চেষ্টা করছি। এটা আমি ব্যক্তিগতভাবে ঈদ উপহার হিসেবে এলাকার মানুষদের কে দিচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের পাশে থাকতে পারি।
এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের মাঝেও ঈদ উপহার প্রদান করেন। সমাজের বিত্তবানদের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাবিব উল্ল্যাহ, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হাসান লিমন, জে এস ভিউ ফাউন্ডেশনের আরেক পরিচালক জুয়েল রানা, আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার দলমত নির্বিশেষে সাধারন মানুষ।