স্টাফ রির্পোটারঃ কুমিল্লার বরুড়ায় আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে দোয়া চেয়েছেন সাবেক বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, বর্তমান বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রোটা. বকতার হোসেন(বখতিয়ার)
তিনি বরুড়া পৌরসভা ১নং ওয়ার্ডে সাউদমারা গ্রামে ১৯৭৭ সালে ২৭শে ফেব্রুয়ারি সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের বর্তমান কমিটি’র যুগ্ম আহবায়ক। ১৯৯৪ সালে তলাগ্রাম স্কুল থেকে এস,এস,সি এবং ১৯৯৭ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচ,এস,সি, এবং ২০০০ সালে বি,এস,এস(অনার্স) ২০০১ সালে এম, এ অর্জন করেন। এছাড়াও বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুইবারের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
সাবেক বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি, বর্তমান বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক রোটা. বকতার হোসেন (বখতিয়ার) জানান, আমি অসহায় মানুষের সুখে দঃখে পাশে আছি এবং থাকবো। মাননীয় সংসদ সদস্য ও বরুড়ার গণমানুষের নেতা নাছিমুল অালম চৌধুরী (নজরুল) মহোদয় সুযোগ দিলে বরুড়া পৌরবাসীর জন্য কিছু করতে চাই। সেবা করতে চাই পৌরসভার সকল শ্রেনী পেশার মানুষের।
এছাড়াও তিনি নির্বাচিত হলে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান বাড়াতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার পরিবেশসহ অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
পৌরসভার যানজট নিরসন, রাস্তা ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।