জামালপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ফাহিম হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া উত্তর পাড়া গ্রামে এঘটনা ঘটে। ফাহিম হাসান ধানুয়া উত্তর পাড়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানা যায়, সকালে বন্ধুদের সঙ্গে ফাহিম হাসান খেলতে যায়। দীর্ঘক্ষণ ধরে বাড়িতে না ফেরায় ফাহিমের মা-বাবা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পাশে একটি পুকুরে ফাহিম হাসানকে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে সকলের অগোচরে পানিতে পড়ে মারা যায় ফাহিম হাসান।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।