জামালপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে ৬কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শহরের ভোকেশনাল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বিজয় আহমদ (২২) ও মো. সনেট বেপারী (২৫)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২জন মাদক ব্যবসায়ী কয়েক কেজি গাঁজাসহ ভোকেশনাল মোড় সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে ৬কেজি গাঁজাসহ মো. বিজয় আহমদ ও মো. সনেট বেপারীকে আটক করা হয়।
এ ঘটনায় এস আই মো. আসাদুজ্জামান বাদী হয়ে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১৯(খ)/৪১ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।