• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
এস আলমের আরও ২৬১৯ কোটি টাকা অবরুদ্ধের আদেশ সয়াবিন তেলের দাম বাড়ল বরুড়ায় আদালতে মামলা চলমান থাকাবস্থায় জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ বাঙ্গি খেলে ওজন কমবে, পাবেন আরও ৯টি বিশেষ উপকার মোবাইল চোরাকারবারি ও ছাত্রলীগ নেতা সুমনের করা মিথ্যা মামলায় সাংবাদিক শাহীন’র জামিন বরুড়া চালিতাতলী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল সাহারপদুয়া পূর্ব পাড়া জামে মসজিদের শুভ উদ্বোধন মাথায় গুলি নিয়েই চলে গেল জুলাই আন্দোলনে আহত কিশোর জিনসার আল কোরআন হাফেজিয়া মাদানী মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে পাওয়ার প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত 

Dev Farhad / ৭৫৬০ Time View
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে পাওয়ার প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
মো. আলমগীর, জামালপুর।
জামালপুরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তি, ন্যায্যতাভিত্তিক অধিকার সংরক্ষণ, উন্নত জীবন ব্যবস্থা তৈরি, মানবাধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় গৃহীত পাওয়ার প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও প্রকল্পের কর্মকর্তা মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, উন্নয়ন সংঘের জেন্ডার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক অপূর্ব চক্রবর্তী, বাসসের সাংবাদিক মুখলেছুর রহমান লিখন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক রাজন্য রুহানি, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, ইমাম ও গৃহকর্মীরা উপস্থিত ছিলেন।
অক্সফামের সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন প্রমোশন অফ উইম্যান এম্পাওয়ারমেন্ট এন্ড রাইটস (পাওয়ার) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এক বছরের কাজের সার্বিক বিষয় নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার।
সভায় শ্রম আইন ২০০৬ অনুযায়ী গৃহকর্মীদের গৃহশ্রমিক হিসেবে অন্তর্ভুক্তিকরণ, সরকারের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা বাস্তবায়ন, সর্বোত্তম পর্যায়ে বর্ধিত মজুরি এবং কর্মস্থলে গৃহকর্মীদের মানসম্মত কর্মঘণ্টা বজায় রাখা, নারীর জন্য ইতিবাচক মনোভাব তৈরি ও পরিবারে সহনশীল পরিবেশ সৃষ্টিতে লাগসই প্রক্রিয়া নিশ্চিত করা, গৃহকর্মীদের মধ্যে একটি প্লাটফরম প্রতিষ্ঠার মাধ্যমে তাদের মাঝে ঐক্য গড়ে তোলা এবং নিয়োগকর্তার পাশাপাশি পরিষেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ করার ক্ষমতা বৃদ্ধি করা, অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার মাধ্যমে গৃহকর্মীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় পর্যায়ে আইন ও নীতির কার্যকর বাস্তবায়নে উৎসাহিত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং নারীর প্রতি সহিংসতা হ্রাস এবং ক্ষমতায়ন করাসহ প্রকল্পের সম্পাদিত বিভিন্ন উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোকপাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর