আর্টিকেল নাইনটিনের পক্ষ থেকে শুভেচ্ছা!
আর্টিকেল নাইনটিন ও ডি ডব্লিউ একাডেমি ৫ সপ্তাহের (১৫ ঘণ্টা) “গুজব ও তথ্যযাচাই: গণমাধ্যম সাক্ষরতা” অনলাইন কোর্সের তৃতীয় ব্যাচ শুরু করতে যাচ্ছে। । সংযুক্ত নোটিশটিসহ কোর্স বিষয়ক নিচের তথ্যগুলো আপনার পরিচিতদের মধ্যে প্রচার করার জন্য অনুরোধ করছি যেন তারা এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন।
তৃতীয় ব্যাচের নিবন্ধন আগামী জুলাই ১৩, ২০২৩ তারিখে শুরু হবে। কোর্সের কার্যক্রম শুরু হবে জুলাই ২০, ২০২৩ তারিখে। সম্পূর্ণ বিনামূল্যে বাংলা ভাষায় প্রণীত ও পরিচালিত এই কোর্সে যোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী, প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, অন্য যে কোন মাধ্যম থেকে সাংবাদিকতা পেশায় আসতে আগ্রহীসহ যে কোন সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
এই কোর্সে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা গণমাধ্যম তথ্য সাক্ষরতা জ্ঞান অর্জন করবেন। এই কোর্সের উদ্দেশ্য হল নতুন প্রজন্মের সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারিসহ সাধারণ নাগরিকদের গণমাধ্যম তথ্য সাক্ষরতা জ্ঞান অর্জনে সহায়তা করা যাতে তারা সংবাদের সত্যতা, ভুল তথ্য ও গুজব, পক্ষপাতমূলক ও উদ্দেশ্যমূলক প্রচারিত সংবাদের মান যাচাই করতে করতে পারাসহ নিজেরাও মানসম্মত তথ্য উৎপাদন করতে পারেন। সফলভাবে কোর্স সম্পন্ন করার পরে ডি ডব্লিউ একাডেমি ও আর্টিকেল নাইনটিন স্বীকৃত প্রশংসাপত্র দেওয়া হবে।
*** বাংলাদেশের যে কোন স্থান থেকে ইন্টারনেট সংযুক্ত ডেস্কটপ, ল্যাপটপ এমনকি স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে এই কোর্স সম্পন্ন করা যাবে।
কোর্স সম্পর্কিত তথ্যঃ
আরও তথ্যের জন্য যোগাযোগ করুন।
মেহনাজ পারভিন
প্রোগ্রাম অফিসার, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়া
মোবাইলঃ +৮৮ ০১৭৩১২১৪১৪০
ইমেইলঃ mehnajpervin@article19.org