শেরপুরের নাকুগাঁও ইমিগ্রেশন আবার খুলে দেওয়া হয়েছে ( এসএম আজিজুল হাকিম ৭১টাইমস সহকারী সম্পাদক)আজ ১০/৬/২৩ দীর্ঘ চার বছর পর শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা নাকুগাঁও ইমিগ্রেশন ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার বারেঙ্গা থানার ডালুর ইমিগ্রেশন দুই দেশের যৌথ উদ্যোগে আবারো খুলে দেওয়া হয়েছে এখন থেকে ভারতের লোক ডালুর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে আর বাংলাদেশের লোক নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করবে দীর্ঘ চার বছর এই দুই দেশের ডালু ও নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল শুধু তাই নয় বাংলাদেশের কোন লোক যদি ভারতের চিকিৎসা করতে যেত তাহলে ওই ব্যক্তির যশোরের বেনাপোল দিয়ে ঢুকতে হতো এখন ডালু ও নাকুগাঁও ইমিগ্রেশন চালু হাওয়ায় দুই দেশের মানুষ আবারো আশার আলো দেখছে