জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত 78875
জামালপুর প্রতিনিধি।
“প্লাস্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫জুন) সকালে শহরের ফৌজদারি মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভা কক্ষে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর জামালপুরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদের সঞ্চালনায়
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তার হোসেন, সিভিল সার্জন অফিসেের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, সাংবাদিক ফজলে এলাহী মাকাম প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় যার যার অবস্থান থেকে, সচেতনতা বৃদ্ধি লক্ষে কাজ করার আহবান জানান।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।