বরুড়ায় সড়কে বেড়া জনগণের দুর্ভোগ
……………………………………………..
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শিলমুড়ী (দক্ষিন) ইউনিয়নের জয়াগ গ্রামে সড়কে বেড়া দিয়ে জনগণের চলাচলের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। জয়াগ উত্তর পাড়া মসজিদের পাশে যাতায়াতের পথটি ওই গ্রামের পারভীন আক্তার , তার স্বামী সাদেক সহ আরও কয়েকজন মিলে সরকারি রাস্তায় বেড়া নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে । দৈনিক মার্তভূমির খবরের বরুড়া প্রতিনিধি নাসির উদ্দিন ঘটনাস্থলের ছবি ধারন করার সময় পারভীন আক্তার সাংবাদিকের ক্যামেরা দেখে তার উপর চড়াও হয়ে ক্যারো ছিনিয়ে নেয়। এ বিষয়ে নাসির উদ্দিন বরুড়া থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেন।