মোহাম্মদ মাসুদ মজুমদার :
কুমিল্লার বরুড়ায় শাকপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২টায় বরুড়া উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন লিংকন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কাসেম, পৌরসভা সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা মোঃ সোহেল সামাদ,
শাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মোঃ আবদুল মালেক, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন ভুইয়া, আবুল কাসেম ভুইয়া, সাধারণ সম্পাদক আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জালাল হোসেন ভুইঁয়া, আওয়ামী যুবলীগ নেতা গাজী বাচ্চু মিয়া, মাষ্টার আবুল কাসেম, আহসান উল্লাহ, গোলাম মোস্তফা, কাউসার আহমেদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাপ্পি আহমেদ অপু, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল ইসলাম রাজু সহ উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি মহোদয়ের সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা অনুযায়ী আমি গত ৫ বছর ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, হাটবাজার সহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, প্রাথমিকে ঝরে পড়ার প্রবনতা দূর করতে কাজ করেছি, পাশাপাশি মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে স্থানীয় ভাবে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রতিরোধে ভুমিকা পালন করেছি। মহামারী করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন মান উন্নয়নের সরকারি ও নিজ উদ্যোগে সকলকে নিয়ে সঠিক ভাবে কাজ করতে সক্ষম হয়েছি। তাই আমার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আসন্ন ইউপি নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
