রোটা,ওমর ফারুকঃ রোটারী ক্লাব বরুড়া সেন্ট্রালের উদ্যেগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বরুড়া কলেজ রোড রাফা কিন্ডার গার্ডেনে সাপ্তাহিক মিটিং ও রোটারী পরিবারের দুইজন মরহুমার উদ্যেশে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ সাইফুল কল টু অর্ডার করে মিটিং শুভসূচনা করেন। সকলে দাড়িয়ে জাতীয় সংগীত পাঠ করার পরে রোটারী ইনভোকেশন পাঠ করেন, বরুড়া রোটারী ক্লাবের সার্জেন্ট এট আর্মচ দৈনিক ভোরের ডাক বরুড়া উপজেলা প্রতিনিধি
সাংবাদিক রোটা,ওমর ফারুক,।
ক্লাব সেক্রেটারী মোঃ ওমর ফারুক এর উপস্থাপনায় রোটাঃ সোলায়মান মজুমদারের মা রোটাঃ মোঃ শাহ জাহান এর বড় ভাই আব্দুল বারিক ভাইয়ের আত্নার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়ায় মোনাজাত পরিচালনা করেন বাগমারা উত্তর পাড়া জামে মসজিদের পেশ ঈমাম মহিউদ্দিন আল কাদরী সাহেব।
মিলাদ শেষে চার্টার প্রেসিডেন্ট ও বরুড়া পৌরসভার মেয়র জনাব মোঃ বকতার হোসেন (বখতিয়ার) এর উপস্থিতিতে গেট টুগেদার প্রোগ্রাম, সার্ভিস প্রজেক্ট বাস্তবায়ন, রোটারী ফান্ডে নগদ অর্থ প্রদান, ৩২৮২ গভর্ণরের ক্লাব ভিজিট সহ চমংকার কিছু কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সাপ্তাহিক মিটিংয়ে উপস্থিত ছিলেন পিপি রোটাঃ জামাল হোসেন ভূইয়া,পিপি রোটাঃ গাজী মহোসিন,পিপি আক্তার হোসেন,প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ আসাদুজ্জামান জুয়েল,জয়েন সেক্রেটারী রোটাঃ সোলায়মান মজুমদার, ট্রেজারার রোটাঃ জসিম উদ্দিন, সার্জেন্ট এট আর্মচ রোটাঃ ওমর ফারুক, সাবেক এজি এস রোটাঃ মোঃ শাহজাহান, রোটাঃ আবু হানিফা মোঃ নোমান।