রোটা,ওমর ফারুকঃ কুমিল্লার বরুড়া উপজেলা বরুড়া পৌরসভা কর্যালয়ের সামনে গত ১৭ জুলাই শনিবার সকাল ১১ টায় মেয়র বকতার হোসেনের উপস্থিতিতে, রোটারী ক্লাব অব বরুড়া সেন্ট্রালের বৃক্ষ রোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম। রোটারী ক্লাব অব বরুড়া সেন্ট্রালের সেক্রেটারি মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় ক্লাবের প্রেসিডেন্ট রোটা,সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে ৫ শত চারা গাছ বিতরণ করা হয়ে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোটা,নাসির উদ্দিন লিংকন, ঢাকাস্থ জন কল্যান সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক নুর উদ্দিন স্বপন, বেকী প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহ জালাল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জামাল হোসেন।
ক্লাব সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব বরুড়া সেন্ট্রালের সাবেক প্রেসিডেন্ট বরুড়া পৌরসভার মেয়র বকতার হোসেন, সাবেক প্রেসিডেন্ট রোটারীয়ান আকতার হোসেন, গোমতি রোটারী ক্লাব কুমিল্লা সাবেক প্রেসিডেন্ট সাংবাদিক রোটা,মোঃ মাসুদ মজুমদার, ভাইস প্রেসিডেন্ট রোটা,শাহিনুর হোসেন, ইলেক্ট প্রেসিডেন্ট রোটা, জুয়েল সওদাগর, সার্জেন্ট এট আর্মস সাংবাদিক রোটা,ওমর ফারুক, ট্রেজারার রোটা,মোঃ জসিম উদ্দিন, সদস্য রোটা, এজিএস মোঃ শাহ জাহান, সদস্য রোটা,সাইফুল ইসলাম মজুমদার।