16.8 C
Los Angeles
জুন ২৪, ২০২১
News All Bangladesh
এক্সক্লুসিভ কুমিল্লা জাতীয় জেলার খবর নির্বাচিত লীড

কুমিল্লায় করোনা শনাক্ত ৭১ জনের। মৃত্যু ০৪

কুমিল্লা প্রতিনিধি
গতকাল ২৬ এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৭১ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার৮২০জন।
আজকের রিপোর্টে চারজন মৃত্যু দেখানো হয়েছি।কুমিল্লা সিটি০২ জন,চৌদ্দগ্রাম ০১ জন, ব্রাক্ষণপাড়া ০১জন, যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৬৫জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৩০জন, সদর দক্ষিণ ০২
জন,আর্দশ সদর ০৬জন, লাকসাম ০৪জন, বুড়িচং০৮জন, ব্রাক্ষণপাড়া ০৩জন, হোমনা০৪ জন,
বরুড়া ০১জন, লাঙ্গলকোট ০৪ জন, মনোহরগন্জ ০১ জন, দেবিদ্বার ০২ জন,চান্দিনা ০২ জন,দাউদকান্দি০৪জন,মুরাদনগর ০১ জন,লালমাই ০২ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ৪৫ দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ৪২৭জন করোনা রোগী।সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৫জন।
গতকাল ২৬এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৭হাজার ১৮৯জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৬ হাজার ৩৫৮জনের। এর মধ্যে ১১ হাজার ৮২০জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৩৫৪
এদের মধ্যে নতুন সনাক্ত: ০১।

Related posts

জিএম কাদের আউট, রওশন ইন

Riaj uddin Rana

সিলেট সীমান্তে বোমা মেশিন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন

Riaj uddin Rana

বরুড়ায় মাদক প্রতিরোধ কমিটির অভিযানে ৪০ লিটার চোলাইমদ নষ্ট

Riaj uddin Rana

Leave a Comment