16.8 C
Los Angeles
জুন ২৪, ২০২১
News All Bangladesh
কুমিল্লা জাতীয় লীড স্বাস্থ্য

কুমিল্লায় করোনা শনাক্ত৬৩ জনের। মৃত্যু ৪

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধিঃ
গতকাল ২২এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৬৩ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭৪জন।
আজকের রিপোর্টে চারজন মৃত্যু দেখানো হয়েছি।কুমিল্লা সিটি কর্পোরেশন ০৩, মনোহরগন্জ ০১, যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৩৫৭জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ১৮জন, সদর দক্ষিণ ০১ জন, তিতাস ০৪জন,দাউদকান্দি ১৭জন, বুড়িচং০১জন, ব্রাক্ষণপাড়া ০১জন, বরুড়া ০৬জন, মুরাদনগর ০১ জন, মনোহরগন্জ ০২ জন,চান্দিনা ০১ জন, দেবিদ্বার ০৫জন,হোমনা ০৬ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ৫০ দেখানো হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ২৯২জন করোনা রোগী। সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ৪৩জন, আর্দশ সদর ০৭ জন।
গতকাল ২২এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৫হাজার ৮৫৭জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬৪হাজার ৭৮৪জনের। এর মধ্যে ১১ হাজার ৫৭৪জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ৩৩৮
এদের মধ্যে নতুন সনাক্ত: ০ ৭।

Related posts

জাতীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সস্ত্রীক করোনায় আক্রান্ত

Riaj uddin Rana

বরুড়ায় মাদক প্রতিরোধ কমিটির অভিযানে ৪০ লিটার চোলাইমদ নষ্ট

Riaj uddin Rana

ভোকেশনাল শিক্ষা ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক হচ্ছে

Riaj uddin Rana

Leave a Comment