রিয়াজ উদ্দিন রানাঃ কুমিল্লার বরুড়ায় উপজেলা ও পৌরসভা যুবলীগ কতৃর্ক আয়োজিত আল রশিদ টাওয়ারে আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল
বুধবার সাবেক জেলা পরিষদ সদস্য সোহেল সামাদের সভাপতিত্বে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সাবেক কাউন্সিলর, পৌরসভা যুবলীগের আহ্বায়ক শাহিনুর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, পৌরসভা অাওয়ামীলীগের আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা আওয়ালীগের সাধারন সম্পাদক নাছির উদ্দিন লিংকন, যুগ্ম সাধারন সম্পাদক আবদুল ওয়াদুদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল কাউসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের যুগ্ম অাহবায়ক বকতার হোসেন বখতিয়ার,
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগের সদস্য নাছির উদ্দিন মিহির, পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খোকন, উপজেলা সেচ্ছাসেকলীগ নেতা মোঃ জামাল হোসেন ভুঁইয়া, এ জি এস শাহজাহান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল হোসেন মজুমদার, যুগ্ম আহ্বায়ক লিপন খন্দকার, পৌরসভা ছাত্রলীগের আহ্বায়ক গোলাম ফারুক রুবেল, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা, ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দরা।
উক্ত আলোচনা সভায় সকল বক্তারা বাংলার সফল রাষ্ট নায়ক মাননীয় প্রধানমন্ত্রীর দেশ পরিচালনায় প্রতিটি ক্ষেত্রে উন্নয়নেরর ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে দলের জন্য যুবলীগের ভালো কর্মকান্ড সব সময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করে। আলোচনা সভা শেষে সকল নেতাকর্মীকে নিয়ে কেক কেটে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।