19.7 C
Los Angeles
নভেম্বর ২৪, ২০২০
News All Bangladesh
কুমিল্লা জাতীয় জেলার খবর লীড স্বাস্থ্য

কুমিল্লায় করোনা শনাক্ত ১৮ জনের, মোট মৃত্যু ২০৭ জন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা জেলায় ৮ অক্টোবর নতুন করে আরও ১৮ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬১৭ জনে।
আজকের রিপোর্টে নতুন একজন মৃত্যু দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা ২০৭ জনে রইলো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার সিটি কর্পোরেশনে ৮ জন,আদর্শ সদরে ১জন, মনোহরগন্জ ৩ জন, লাকসাম ৫ জন,ব্রাক্ষনপাড়া ১জন।
আজকের রিপোর্টে ৩০৭ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থ্যরা মেঘনা ৩৬ জন,বুড়িচং ৯৮ জন,বরুড়া ১৪৭ জন,চৌদ্দগ্রাম ২০ জন,লাঙ্গলকোট ৬ জন।
গতকাল ৮ অক্টাবর বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৩৮হাজার ৪৮৫ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৩৭ হাজার ৮৫৬ জনের। এর মধ্যে ৭ হাজার ৬১৭ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা এ যাবৎ মারা গেছে মোট ২০৭ জন এবং সুস্থ হয়েছে ৬ হাজার ৬৩৭ জন।

Related posts

এবার আসছে সাউন্ডটেক এর ব্যানারে নতুন মিউজিক ভিডিও দিয়েছি মন

zoshim

বরুড়ার চালিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির মুনাফা বিতরণ ও সমাজ সচেতনতামূলক কর্মসুচি

Riaj uddin Rana

আগস্ট মানেই বিশ্বাস ঘাতকদের মেলা

Riaj uddin Rana

Leave a Comment