রোটা.ওমর ফারুক
বরুড়া (কুমিল্লা)প্রতিনিধি।বরুড়া মেডিনোভা হাসপাতালের বিল্ডিং এর ৬ তলায় মামা-মামির বাসায় আত্মহত্যা করেন মিসু রানী দে, গত ২ রা মে বৃহস্পতিবার বিকাল প্রায় ৫ ঘটিকায় বরুড়া হাসপাতাল রোডস্থ মেডিনোভা হাসপাতালের বিল্ডিং এর ৬ তলায় মামা-মামির বাসায় আত্মহত্যা করেন বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিসু রানী দে (১৬) তাহার মামা ঐ স্কুলের সিনিয়ার শিক্ষক লক্ষন চন্দ্র পাল জানান আমার ভাগনী কখনো কোন দিন তাহার মনের কস্ট বা অভিমানের কথা আমাদেরকে বলেনি কিন্তু কেন কি কারনে সে ব্যবহারের ওড়না দিয়ে ফাসি দিয়েছে তা কিছুই জানেন না।মামা লক্ষন চন্দ্র পাল স্কুল থাকা অবস্থায় খবর পেয়ে তাড়াহুড়া করে বাসা গিয়ে ভাগনীর রুম বন্ধ থাকা অবস্থায় বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদকে মোঠ ফোনে ঘটনার বনর্না জানালে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ সাব ইন্সপেক্টর মিজানুর রহমান উপস্থিত হয়ে লাশ থানায় নিয়ে আসেন। বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান লাশ ময়না তদন্ত করে আমরা এর রহস্য উদঘাটনের ব্যবস্থা নিব।আত্মহত্যাকারী মিসু রানী দে এর গ্রামের বাড়ী কচুয়া উপজেলার মেঘদাইর পিতা গুরু চন্দ্র দে।এই খবর লেখার আগ পযার্ন্ত থানায় কোন সন্দেহাতিক অভিযোগ করা হয়নি।
previous post
next post