19.6 C
Los Angeles
জুলাই ৫, ২০২২
News All Bangladesh
খেলাধুলা

ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ অবনমন সাবিনাদের

নারী ফুটবলে ফিফার সর্বশেষ র‌্যাংকিংয়ে দুই ধাপ অবমন হয়েছে বাংলাদেশের। শুক্রবার ঘোষিত এ র‌্যাংকিংয়ে ১৫৫ দেশের মধ্যে সাবিনাদের অবস্থান ১২৭। শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় জার্মানি।

এর আগে ২০১৮ সালের ৭ ডিসেম্বর ঘোষিত ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা ছিল ১২৫ নম্বরে। এর পর বাংলাদেশের মেয়েরা খেলেছে গত এ মাসে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ। তিন ম্যাচ খেলে একটি জিতেছে, দুটি হেরেছে।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচে নেপালের কাছে হেরেছে ৩-০ গোলে। সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা ৪-০ গোলে ভারতের কাছে হেরে বিদায় নেয়।

এই ফলাফলের প্রভাবই পড়েছে মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়া। এর পর রয়েছে জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও চীন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। তারপর নেপাল ও বাংলাদেশ।

Related posts

মেসি না খেলায় আর্জেন্টিনা সোয়া ৪ কোটি টাকার ক্ষতিগ্রস্ত !

Riaj uddin Rana

একই দলের সবাই শূন্য রানে আউট

Riaj uddin Rana

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সম্ভব: মাশরাফি

zoshim

Leave a Comment