কুমিল্লার জনপ্রিয় এসি বাস সার্ভিস রয়েল কোচ যাত্রীদের জন্য এক নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ। এই রয়েল কোচ সার্ভিস কুমিল্লায় সর্বপ্রথম এসি বাস হিসেবে কুমিল্লা-ঢাকা যাতায়াতের জন্য চালু হয়। কুমিল্লায় রয়েল কোচ সার্ভিসটি শুরু থেকেই সুনাম অর্জন করে আসছে। কুমিল্লার অন্যান্য সার্ভিসের তুলানায় রয়েল কোচ বেশ এগিয়ে চলছে। রয়েল কোচ সার্ভিসের নতুন সংযোজন কুমিল্লা-কক্সবাজার এবং কুমিল্লা- আব্দুল্লাহপুর। যার ভাড়াও অন্য পরিবহনের তুলনায় অনেক কম। কুমিল্লা-কক্সবাজারের এসি গাড়ির সাধারণ সিটের ভাড়া মাত্র ৮৫০ টাকা, প্লাটিনাম সিটের ভাড়া ১০৫০ টাকা। রয়েল কোচ সার্ভিসটি কক্সবাজারের উদ্দেশ্যে রাত ১০টায় ছেড়ে যায়। অন্যদিকে কুমিল্লা- আব্দুল্লাহপুরের সাধারণ সিটের ভাড়া ৩৩০ টাকা এবং প্লাটিনাম সিটের ভাড়া ৪০০ টাকা। কোচ সার্ভিসটি রাত ১০টা ৩০ মিনিটে কুমিল্লা থেকে আব্দুল্লাহপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। কোচটি এয়ারপোর্টে যাওয়ার কারণে অধিকাংশ বিদেশগামী যাত্রীদের জন্য নিরাপদ ভ্রম। কেননা কম ভাড়ায় রাতের মধ্যেই গন্তব্যে পৌঁছে যেতে পারেন।
কুমিল্লা- ঢাকা সার্ভিসটি আরো উন্নত সেবা প্রদান করছে। ভাড়া আগের মতই সাধারণ সিট ২৫০ টাকা, প্লাটিনাম সিট ৩২০ টাকা। এই সার্ভিসটি সকাল ৫টা ৩০ মিনিট থেকে শুরু করে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত যাত্রীদের সেবা দিয়ে যান। এই রয়েল কোচ সার্ভিসটি প্রতি ২০ মিনিট পরপর কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। রয়েল কোচ পরিবারের মালিক, ম্যানেজার, সুপারভাইজার, কাউন্টার, গাড়িতে কর্মরত ব্যক্তিদের ভাল আচরণের কারণে যাত্রীগণ রয়েল কোচ সার্ভিসটি বেশি পছন্দ করেন। রয়েল কোচ সার্ভিসের মূল উদ্দেশ্য যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও সর্বোচ্চ সেবা প্রদান করা। রয়েল কোচ সার্ভিসের কুমিল্লার প্রধান কাউন্টার নোয়াগাঁও চৌমুহনী পরিবেশ এত সুন্দর ও উন্নত যা যাত্রীদের কাছে আনন্দদায়ক। এছাড়াও কুমিল্লায় জাঙ্গালীয়া, পদুয়ার বাজার বিশ্বরোড, ময়নামতি ক্যান্টনমেন্টে কাউন্টার রয়েছে। অগ্রিম টিকেট ও বুকিং দেওয়া যায়। মোবাইলঃ ০১৭১১-২৭৩৬২৫, ০১৭২৮-৮৯৩৩৩৫, ০১৭০১-২৮৯৪২০
কুমিল্লা চট্টগ্রাম বিভাগ চৌদ্দগ্রাম উপজেলা জেলার খবর ঢাকা বিভাগ তিতাস উপজেলা দাউদকান্দি উপজেলা দেবীদ্বার উপজেলা প্রবাস বরুড়া উপজেলা বুড়িচিং উপজেলা ব্রক্ষণপাড়া উপজেলা ভ্রমণ মুরাদনগর উপজেলা মেঘনা উপজেলা লাকসাম উপজেলা লাঙ্গলকোট উপজেলা হোমনা উপজেলা