19.9 C
Los Angeles
জুন ১, ২০২০
News All Bangladesh
জাতীয় জেলার খবর নির্বাচিত ফিচার বিনোদন বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ বিভাগ স্বাস্থ্য

শিল্পী রুপেলের চিকিৎসা সহায়তায় কনসার্ট : সংবাদ সম্মেলন

বিল্লাল হোসেন প্রান্ত ॥ জনমত ডেক্স ॥
‘মানুষ মানুষের জন্য’। আগামী ৫ ডিসেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি শো ফর হিউম্যানিটি। প্রখ্যাত সংগীত শিল্পী রুপেল ইসলামের চিকিৎসা সহায়তার উদ্দেশ্যে এ অনুষ্ঠান হবে।

তারেক স্মৃতি মিলনায়তনে বিকাল ৩ টায় এই কনসার্টে অংশ নিবেন দেশের বিখ্যাত ব্যান্ড লালন। প্রচীর, ভেনাস, সাতসুর শিল্পী গোষ্ঠী ও ময়মনসিংহের প্রখ্যাত কণ্ঠ শিল্পী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। অংশগ্রহনকারী শিল্পী ও সংগঠন বিনা পারিশ্রমিকে এ আয়োজনের অংশ নিচ্ছেন।
আয়োজুক, স্বপ্নবাজ গ্রুপ, ইচ্ছে কুঁড়ি ফাউন্ডেশন, বাংলা চা, বিজি মাল্টিমিডিয়া, শিক্ষা সৌরভ ফাউন্ডেশন, সাতসুর শিল্পী গোষ্ঠী, নব-কিশোলয় ক্রীড়া সংঘ, চিলন্ড্রেন কেয়ার ময়মনসিংহ।
এ উপলক্ষে বুধবার ময়মনসিংহে সংবাদ সম্মেলন করে আয়োজকরা। এতে বক্তব্য উপস্থাপন করেন, চ্যারিটি শো আয়েঅজক কমিটির আহবায়ক স্বপ্নবাজ এর বাপ্পী মাহমুদ।


এ সময় উপস্তিত ছিলেন দৈনিক মাটি ও মানুষ এর ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ আশিক চৌধুরী, ইচ্ছেকুঁড়ির সুমন হুসাইন, বাংলা চা এর দীপক দে, জিবি মাল্টিমিডিয়ার মো: জুয়েল মিয়া, শিক্ষাসৌরভ ফাউন্ডেশনের সৌরভ সরকার, সাতসুর এর সাজ্জাদুর রহমান সাজু, নবকিশোর এর আরিফুর রহমান রোমান, চিলড্রেন কেয়ার এর জিয়াউল হক টুটুল।
অসুস্থ গুনী শিল্পীর চিকিৎসা সহায়তা তহবিলে অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ তুলে দেয়া হবে। টিকিটের মূল্য ৩শ টাকা ও ২শ টাকা।
সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, মানুষ মানুষের জন্য। আর সাংস্কৃতিক মহলের দায় দায়িত্ব রয়েছে অসুস্থ গুনীজনের পাশে দাড়ানোর। সেই দৃষ্টিকোন থেকেই কনসার্টটির উদ্যোগ নেয়া হয়েছে। আয়োজকরা সবার মানবিক সহয়োগিতা কামনা করেছেন।

Related posts

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ধর্মমন্ত্রীর ৩ পরামর্শ

zoshim

পাঁচ উপজেলার ভোট স্থগিত, এসপিসহ ৫ জনকে প্রত্যাহার-অব্যাহতি, রয়েছে কুমিল্লার বরুড়া উপজেলা

Riaj uddin Rana

১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Riaj uddin Rana

Leave a Comment